অাকাশ জাতীয় ডেস্ক:
রাজশাহীতে নগরীর ট্রাকচাপায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ১০টায় নগরীর কাশিয়াডাঙা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নুরুল ইসলাম (২৮) পবার বেড়পাড়া গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে।
রাজপাড়া থানার ওসি হাফিজুর রহমান জানান, নুরুল ইসলাম মোটরসাইকেলে বাড়ি থেকে রাজশাহী শহরের দিকে যাচ্ছিলেন। পথে কাশিয়াডাঙা এলাকায় ব্যাটারিচালিত একটি অটোরিকশার সঙ্গে ধাক্কা লেগে তিনি সড়কে ছিটকে পড়েন। এ সময় চাঁপাইনবাবগঞ্জগামী একটি বালুর ট্রাক তাকে চাপা দেয়।এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
ওসি জানান, দুর্ঘটনার পর ট্রাক রেখে চালক ও হেলপার পালিয়ে গেছেন। ট্রাকটি জব্দ করে থানায় নেয়া হয়েছে। আর নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্তের পর পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 





















