অাকাশ জাতীয় ডেস্ক:
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় বাসের ধাক্কায় রিকশাচালক ইসমাইল হোসেন (২৫) নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তিনজন। বুধবার বেলা ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নয়াপাড়া বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইসমাইল উপজেলার খাটুরা গ্রামের সিরাজ মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, খড়কিবাজার থেকে নয়াপাড়াবাজারে যাত্রী নিয়ে যাচ্ছিল রিকশাটি। এ সময় মহাসড়ক পার হতে গিয়ে সিলেট থেকে ঢাকাগামী ইউনিক পরিবহন (ঢাকা মেট্রো-ব-১৫-৩১৮১) ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চালক ইসমাইল হোসেনের মৃত্যু হয়। এ সময় তিন রিকশাযাত্রী আহত হন।
এদিকে এ ঘটনার প্রতিবাদে মহাসড়কে ঘণ্টাব্যাপী যান চলাচল বন্ধ রাখে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি জসিমউদ্দিন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 






















