অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
সৌদি আরবে প্রবাসীদের ১২ ধরনের কাজ করার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটির সরকার। শুধুমাত্র সৌদি নাগরিকরাই এই ১২টি কাজ করতে পারবেন।
সোমবার সৌদি শ্রম মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মূলত সৌদি নাগরিকদের জন্য বেসরকারি খাতে চাকরির ক্ষেত্র বাড়াতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
১২টি খাতের মধ্যে রয়েছে- ঘড়ি, চশমা, মেডিকেল যন্ত্রাংশ, ইলেক্ট্রিকাল ও ইলেক্ট্রিনক্স, গাড়ির শো রুম ও ভবন নির্মাণ সামগ্রীর দোকান, কার্পেট ও মোবাইলফোনের দোকানে কোনো প্রবাসীরা কাজ করতে পারবে না। এছাড়াও ফার্নিচার, রেডিমেড পোশাক, শিশুদের পোশাকের দোকান, গৃহসামগ্রী ও প্রেস্ট্রি দোকানের কাজও প্রবাসীরা করতে পারবেন না।
তালিকা ভেদে এ আইন কার্যকর হবে আরবি নতুন বছর ১৪৪০ হিজরী থেকে বা এ বছরের ১ সেপ্টেম্বর থেকে।
দেশটিতে বসবাসরত বাংলাদেশি শ্রমিকদের আশঙ্কা, সৌদি সরকারের এমন সিদ্ধান্তে বেকার হতে হবে অনেককে। এমনকি দেশেও ফিরে যেতে হতে পারে এসব প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকদের।
আকাশ নিউজ ডেস্ক 

























