অাকাশ জাতীয় ডেস্ক:
যশোরে ট্রাকের ধাক্কায় মো. টুকু সুলতান নামে একজন রাজমিস্ত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল আটটার দিকে শহরের ঢাকা রোড বাবলাতলা মোড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহতের লাশ যশোর জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। নিহত টুকু শেখহাটি বাবলাতলা এলাকার আমির হোসেনের ছেলে।
নিহতের ভাই ইকু সুলতান জানান, টুকু সুলতান রাজমিস্ত্রীর কাজ করতেন। সকালে বাড়ি থেকে বাইসাইকেল নিয়ে বের হয়ে মনিহার চত্বর হয়ে পুরাতন কেন্দ্রীয় বাস টার্মিনালে যাওয়ার জন্য বের হন তিনি। ঢাকা রোডের বাবলতলা মোড়ে পৌঁছলে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক কল্লোল কুমার সাহা বলেন, ‘আমি ডিউটিতে আসার পরে সড়ক দুর্ঘটনায় নিহত কাউকে আনা হয়নি। তবে দুর্ঘটনায় একজন রাজমিস্ত্রী মারা গেছেন বলে শুনেছি।’
কোতোয়ালি থানার কর্তব্যরত অফিসার উপপরিদর্শক (এসআই) অরুন কুমার দাশ বলেন, দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটিকে পুলিশ আটক করেছে।
আকাশ নিউজ ডেস্ক 
























