অাকাশ জাতীয় ডেস্ক:
টাঙ্গাইলে পাওনা টাকা চাওয়ায় এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহতের নাম আবুল হোসেন (৭০)। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। নিহত আবুল হোসেন সখীপুর পৌরসভার ময়থাচালা গ্রামের বাসিন্দা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাকছুদুল আলম জানান, আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তিনি জানান, সকাল সাড়ে ৮টার দিকে গড়গোবিন্দপুর গ্রামের শেখ জাহাঙ্গীর আলমের কাছে দীর্ঘদিনের পাওনা টাকা চাইতে যান আবুল হোসেন। এসময় দুজনের মধ্যে বাগবিতণ্ডার এক পর্যায়ে আবুল হোসেনকে পিটুনি দিয়ে পালিয়ে যান জাহাঙ্গীর।
স্থানীয়রা আবুল হোসেনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের ভাই পৌরসভার সাবেক কাউন্সিলর বাদল হোসেন বাদু বলেন, তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। ছেলে সামছুল আলম বলেন, পাওনা টাকা চাইতে গিয়ে আমার বাবা জীবন দিলো। আমি এ হতাকাণ্ডের বিচার চাই।
আকাশ নিউজ ডেস্ক 























