অাকাশ জাতীয় ডেস্ক:
কুড়িগ্রামের উলিপুরে শ্বশুরবাড়ি বেড়াতে এসে সড়ক দুর্ঘটনায় জামাইয়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে উলিপুর পৌরসভার নারিকেল বাড়ি পূর্ব ছড়ারপাড় গ্রামে দুর্ঘটনাটি ঘটে।
নিহত মশিউর রহমান (৩২) উপজেলার থেতরাই ইউনিয়নের হোকডাঙ্গা জোবের বাজার গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পারিবার জানায়, নিহত মশিউর রহমান নারিকেল বাড়ি গ্রামের জাহাঙ্গীর আলমের জামাতা। ওই দিন সকালে তিনি শ্বশুরবাড়ি পার্শ্ববর্তী একটি দোকানে চা খেয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি বালুর ট্রাক্টর তাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
উলিপুর থানার ওসি এস কে আব্দুল্লাহ আল সাইদ জানান, এ দুর্ঘটনায় ট্রাক্টরটিকে আটক করা হলেও ড্রাইভার পলাতক রয়েছেন।
আকাশ নিউজ ডেস্ক 
























