অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
মধ্যপ্রাচ্যের স্বাধীন ফিলস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ইয়াসির আরফাত ছিলেন ফিলিস্তিন জাতীয় কর্তৃপক্ষের প্রথম প্রেসিডেন্ট। ২০০৪ সালের ১১ নভেম্বর ফ্রান্সের ক্লেমার্টের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মৃত্যু স্বাভাবিক না পরিকল্পিত হত্যাকাণ্ড তা নিয়ে শুরু থেকেই বিতর্ক চলে আসছে।
সম্প্রতি ইসরায়েলের একজন প্রতিথযশা সাংবাদিক রনিন বার্গম্যান তার গ্রন্থ ‘রাইজ অ্যান্ড কিল ফাস্ট: দ্য সিক্রেট হিস্টোরি অব ইসরায়েল’স টার্গেটেড অ্যাসাসিনেশন্স’ এ লিখেছেন- ফিলিস্তিনের নেতা ইয়াসির আরাফাতকে বিষ প্রয়োগের মাধ্যমে হত্যা করা হয়েছিল। আর তা করেছিল ইসরায়েল।
রনিন তার বইয়ে লিখেন, ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী অ্যারিয়েল শ্যারন প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালনের সময় আরাফাতকে হত্যার নির্দেশ দেন। ইয়াসির আরাফাতকে রেডিয়েশনের মাধ্যমে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছিল।
রনিন লিখেছেন, ভূমধ্যসাগরে বিমান বিধ্বস্ত করার নির্দেশ দিয়েছিলেন অ্যারিয়েল শ্যারন। তার নির্দেশে পাঁচবার আরাফাতকে হত্যায় ইসরায়েলি যুদ্ধবিমান প্রস্তুতি নেয়। কিন্তু বিমানবাহিনীর সিনিয়র কর্মকর্তারা নির্দেশটি পালন করেননি।
আকাশ নিউজ ডেস্ক 

























