অাকাশ জাতীয় ডেস্ক:
যশোরে ছুরিকাঘাতে এক যুবক নিহত হওয়া ঘটনা ঘটেছে। সোমবার বিকালে শহরের খড়কি কলাবাগান এলাকায় সন্ত্রাসীরা ছুরিকাঘাত করে। হাসপাতালে নেওয়ার পর তার মৃত্য হয়।
নিহত রানা (২২) শহরের রেলগেট রায়পাড়া এলাকার জামাল হোসেনের ছেলে। যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসক মনিরুজ্জামান লর্ড জানান, রানার শরীরে বিভিন্নস্থানে ছুরিকাঘাত করা হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। হাসপাতালে আনার পর তার মৃত্যু হয়।
নিহতের মা আকলিমা বেগম বলেন, এক সপ্তাহ আগে শহরের রেলগেট এলাকার সেলিম হোসেনের মেয়ে সোহাগীর সঙ্গে আমার ছেলের বিয়ে হয়েছে। কিন্তু মেয়ের পরিবার বিয়ে মেনে নেয়নি। এজন্য ছেলে ও তার স্ত্রী শহর ছেড়ে ঝিকরগাছা উপজেলার গদখালিতে বসবাস শুরু করে। শ্বশুরবাড়ির লোকজনের চাপে আমার ছেলে তার স্ত্রীকে শ্বশুরবাড়িতে রোববার পৌঁছে দিতে বাধ্য হয়। সোমবার বিকালে ছেলে তার স্ত্রীকে আনতে যাওয়ার পথে শহরের রেলগেট মসজিদ মোড় এলাকা থেকে সন্ত্রাসীরা রানাকে ধরে নিয়ে যায় খড়কি কলাবাগান এলাকায়। সেখানে নিয়ে বুকে, পায়ে ছুরিকাঘাত করে ফেলে রেখে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।
তবে নিহতের স্ত্রী সোহাগী মোবাইল ফোনে দৈনিক আকাশকে জানান, আমার বিয়ে হয়েছে এক সপ্তাহ হলো। আমার পরিবারের লোকজন স্বামীকে খুন করেছে, এটা সঠিক নয়। তবে কারা ছুরি মেরেছে জানি না। যদিও স্বামী নিহতের পর সোহাগীকে হাসপাতালে দেখা যায়নি।
কোতয়ালি থানার ওসি একেএম আজমল হুদা জানান, ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় কেউ আটক হয়নি।
আকাশ নিউজ ডেস্ক 





















