অাকাশ বিনোদন ডেস্ক:
কাজের লোভ দেখিয়ে ভারতের দিল্লিতে পাচার হয়ে যাওয়া ৮ বাংলাদেশি যুবককে দীর্ঘ ৩ বছর পর বেনাপোলে স্থল বন্দরে হস্তান্তর করেছে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। বেনাপোলের ইমিগ্রেশন কর্তৃপক্ষরা জানান, ট্রাভেল পারমিটের মাধ্যমে পেট্টাপোল ইমিগ্রেশন পুলিশ ও বিএসএফ ওই যুবকদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ ও বিজিবির কাছে হস্তান্তর করেন।
বাংলাদেশে ফেরৎ আসা যুবকরা হচ্ছে-রাজকুমার, নওয়াব আলী, সৌরভ কুন্ড, হেলাল, বিল্লাল হোসেন, আলমঙ্গীর হোসেন, ফরহাদ খান ও সেলিম মোল্লা। তাদের বাড়ি বগুড়া, সাতক্ষীরা, নড়াইল, ও বাগেরহাট জেলার বলে জানা গেছে।বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর শরীফ জানিয়েছেন, বংলাদেশী ওই ৮ যুবক তিন বছর আগে ভাল কাজের লোভে পড়ে ভারতের দিল্লিতে যায়।
তারা একপর্যায়ে দিল্লি পুলিশের হাতে আটক হয়। সেখান থেকে দু’দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পদক্ষেপে দেশে ফেরেন তারা। তাদের পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। সেখান থেকে তাদেরকে তুলে দেয়া হবে অভিভাবকদের কাছে।
আকাশ নিউজ ডেস্ক 
























