আকাশ বিনোদন ডেস্ক:
‘হিচকি’ ছবির প্রচারে ব্যস্ত সময় পার করছেন বলিউড অভিনেত্রী রানী মুখার্জি। ছবিটির প্রচারে তিনি হাজির হয়েছিলেন জিবাংলার জনপ্রিয় কুইজ শো দাদাগিরিতে।
অনুষ্ঠানের শুটিংয়ের ফাঁকে সৌরভ গাঙ্গুলীকে তার খেলোয়াড়ি জীবনের ‘হিচকি’ বা বাধা নিয়ে প্রশ্ন করেন রানী। সৌরভকে রানী বলেন, ‘সৌরভ, আপনি ক্রিকেটের ড্রাইভের জন্য বিখ্যাত। আমার মনে আছে, আমরা আপনার ড্রাইভ বা ছক্কার মারে উল্লাস করেছি। কিন্তু আপনার খেলোয়াড়ি জীবনের হিচকি বা বাধাটা কি, যা আপনার জীবনে বারবার ফিরে এসেছে?’
উত্তরে সৌরভ বলেন, ‘সাধারণভাবে হিচকি বলতে বোঝায় আপনার পানির প্রয়োজন। আমি খুবই খুশি হয়েছি যে একজন মা হওয়ার সময় তার বাধা বা হিচকির কথা এখান
আকাশ নিউজ ডেস্ক 
























