অাকাশ জাতীয় ডেস্ক:
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণ ছাত্রছাত্রীদের ওপর ছাত্রলীগের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ছাত্রদল কেন্দ্রীয় কমিটি। একইসঙ্গে দায়ীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে বৃহস্পতিবার বিক্ষোভের ডাক দিয়েছে সংগঠনটি।
ছাত্রদলের সভাপতি রাজিব আহসান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ এই কর্মসূচি ঘোষণা করেন।
ছাত্রদলের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৫ জানুয়ারি বৃস্পতিবার দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। যথাযথভাবে এই কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছেন ছাত্রদলের সভাপতি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক।
আকাশ নিউজ ডেস্ক 




















