অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
পশুখাদ্য কেলেঙ্কারির তৃতীয় মামলায় দোষী সাব্যস্ত হলেন বিহারের সাবেক মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব। বুধবার রাঁচির সিবিআইয়ের বিশেষ আদালত এই রায় দেন।
আদালত লালু ছাড়াও বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগন্নাথ মিশ্রকেও দোষী সাব্যস্ত করেছেন। এই মামলায় লালুর পাঁচ বছরের কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জগন্নাথ মিশ্ররও পাঁচ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।
এর আগে ৬ জানুয়ারি পশু খাদ্য কেলেঙ্কারির দ্বিতীয় মামলায় লালুপ্রসাদ যাদবকে সাড়ে তিন বছরের কারাদণ্ড দেয় আদালত। এই কেলেঙ্কারিতে মোট ছয়টি মামলা রয়েছে। ফলে দুর্নীতি মামলায় লালুপ্রসাদ যাদবের সংকট আরও বাড়ল।
মোট ৯৫০ কোটি টাকার পশুখাদ্য কেলেঙ্কারির দেওঘর কোষাগার মামলায় দোষী সাব্যস্ত হয়ে লালু বর্তমানে রাঁচির বিরসা মুন্ডা জেলে সাড়ে তিন বছরের কারাদণ্ডের মেয়াদ কাটাচ্ছেন।
আকাশ নিউজ ডেস্ক 

























