অাকাশ জাতীয় ডেস্ক:
নওগাঁর বদলগাছীতে এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলার বালুভরা ইউনিয়নের মধুপুর গ্রামের বামনি পুকুরসংলগ্ন বাঁশঝাড়ের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত আব্দুল খালেক (৪৫) উপজেলার বৈকন্ঠপুর গ্রামের মৃত হুরমত আলীর ছেলে। তিনি উপজেলার দুনইল গ্রামে শ্বশুরবাড়িতে থাকতেন।
স্থানীয়রা জানায়, সোমবার রাত ৯টার দিকে চা খাওয়ার কথা বলে তিনি বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। পরে বাড়ির লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাননি। মঙ্গলবার সকালে বাঁশঝাড়ের পাশে গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।
নিহতের ছোট ভাই ভুট্ট বলেন, দীর্ঘদিন আগে বড় ভাই দুনইল গ্রামে চলে আসেন। কয়েক বছর আগে জমি কিনেছেন। ওই জমির ভাগবাটোয়ারা নিয়ে অংশীদারের সঙ্গে একটা ঝামেলা ছিল। তবে কী কারণে এ হত্যাকাণ্ড হয়েছে তা বলা যাচ্ছে না।
বদলগাছী থানার ওসি জালাল উদ্দিন বলেন, নিহতের মাথায় আঘাতের চিহ্ন আছে। তবে কী কারণে এ হত্যার ঘটনা ঘটেছে তা তদন্ত সাপেক্ষে জানা যাবে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
আকাশ নিউজ ডেস্ক 
























