অাকাশ জাতীয় ডেস্ক:
নারায়ণগঞ্জে নেশার টাকা না পেয়ে মাকে বেদম প্রহার করে আহত করেছে ছেলে। এ ঘটনায় ছেলে বাবুলকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার আহত মা মনোয়ারা বেগম বাদী হয়ে ছেলে বাবুলকে আসামি করে বন্দর থানায় মামলা করেছেন।
গ্রেফতারকৃত বাবুল (২৮) বন্দরের ১৯নং ওয়ার্ডের মদনগঞ্জ বকুলতলা এলাকার শাহীন মিয়ার ছেলে। এর আগে শনিবার রাতে নেশার টাকা না পেয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে বকুলতলা এলাকার নিজ বাড়িতে মাকে বেদম প্রহার করে ছেলে বাবুল।
স্থানীয়রা জানান , দীর্ঘদিন ধরে বাবুল তার মা মনোয়ারা বেগমকে কারণে-অকারণে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছে। শনিবার রাতে নেশার টাকার জন্য বাবুল ক্ষিপ্ত হয়ে তার মাকে বেদম পিটিয়ে আহত করে। এ ঘটনায় নিরুপায় হয়ে বন্দর থানায় মামলা দায়ের করেন মা মনোয়ারা বেগম ।
বন্দর থানার ওসি আবুল কালাম জানান, বাবুল নেশার টাকার জন্য তার মাকে মেরেছে। মামলার পরে রোববার রাতে তাকে গ্রেফতার করা হয়েছে। আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।
আকাশ নিউজ ডেস্ক 























