অাকাশ জাতীয় ডেস্ক:
হবিগঞ্জ শহরে পুকুর থেকে অজ্ঞাত এক মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে শহরের ঈদগাহসংলগ্ন বাইপাস সড়ক এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, দুপুরে সড়কে কয়েকজন শিশু ব্যাডমিন্টন খেলছিল। একপর্যায়ে তাদের একটি ফ্লাওয়ার ওই এলাকার বাসিন্দা আব্দুর রউফ মিয়ার বাড়ির পেছনের পুকুরে পড়ে যায়। তারা ফ্লাওয়ারটি তুলতে গিয়ে ওই মহিলার লাশ পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করে। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠায়।
সদর থানার ওসি ইয়াছিনুল হক জানান, বিষয়টি তদন্ত চলছে। তার মৃত্যু কীভাবে হয়েছে, তা ময়নাতদন্তের পর জানা যাবে। ওই মহিলার পরিচয় জানার চেষ্টা চলছে বলে তিনি জানান।
আকাশ নিউজ ডেস্ক 






















