অাকাশ জাতীয় ডেস্ক:
হবিগঞ্জে জমির আইল কাটা নিয়ে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় মহিলাসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। রোববার সকালে সদর উপজেলার কাশিপুর চানপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত স্বপন মিয়া সদর উপজেলার কাশিপুর গ্রামের সুরত আলীর ছেলে।
পুলিশ জানায়, চানপুর গ্রামের সুলতান মিয়ার সঙ্গে একই গ্রামের ছালামত মিয়ার জমির আইল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। রোববার সকালে জমির আইল কাটা নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে নারী-পুরুষসহ অন্তত ৩০ জন আহত হন। গুরুতর আহত অবস্থায় তাদের আধুনিক সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক স্বপনকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
সদর থানার ওসি ইয়াছিনুল হক জানান, নিহতের লাশ মর্গে পাঠানো হয়েছে। বর্তমানে সেখানে পরিস্থিতি শান্ত রয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 





















