অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের আইনসভা কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসের পর রাশিয়া, ইরান ও উত্তর কোরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার খসড়া প্রস্তাবটি অনুমোদন দিয়েছে উচ্চকক্ষ সিনেট। প্রস্তাবটির পক্ষে ৯৮ ও বিপক্ষে দুজন আইনপ্রণেতা ভোট দিয়েছেন।এর আগে চলতি সপ্তাহে নিষেধাজ্ঞার পক্ষে ভোট দেন হাউস অব রিপ্রেজেন্টেটিভসের বিপুলসংখ্যক আইনপ্রণেতা।
কংগ্রেসের উচ্চ ও নিম্নকক্ষে পাস হওয়ার পর খসড়া প্রস্তাবটি অনুমোদনের জন্য যাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে। তিনি স্বাক্ষর করলেই সেটি আইন হিসেবে পাস হয়ে যাবে। তবে তিনি ভেটো দিলে সেটি বাতিল হয়ে যাবে।
২০১৪ সালে ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়া দখল নেওয়ার সাজা হিসেবে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মার্কিন আইনপ্রণেতারা। তবে নিষেধাজ্ঞার প্রস্তাবটি এমন সময়ে অনুমোদন দেওয়া হয়েছে, যখন ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ নিয়ে একটি তদন্ত চলমান রয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 



















