অাকাশ জাতীয় ডেস্ক:
বগুড়ার ধুনটে ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে স্কুল থেকে ফেরার পথে নাংলু স্টিল সেতুর কাছে দুর্ঘটনায় সে আহত হয়। পরে রাতে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বগুড়ায় নেয়ার পথে তার মৃত্যু হয়েছে।
নিহত সাকিব রানা (৬) নিমগাছী নাংলু গ্রামের রফিকুল ইসলামের শিশুসন্তান ও স্থানীয় বোমগাছা কেজি স্কুলের প্লে শ্রেণির ছাত্র।
ধুনট থানার এসআই আজিজ মণ্ডল ও স্থানীয়রা জানান, শিশু সাকিব শনিবার বেলা ১২টার দিকে সে স্কুল থেকে হেঁটে বাড়ি ফিরছিল।নাংলু স্টিল সেতুর কাছে পৌঁছলে পেছন থেকে সারবাহী অটোরিকশা তাকে চাপা দিয়ে চলে যায়। পথচারীরা শিশু রানাকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে রাতে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এ ব্যাপারে ধুনট থানায় ইউডি মামলা হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 
























