অাকাশ জাতীয় ডেস্ক:
সাতক্ষীরায় এক যুবককে মাথায় গুলি করে হত্যা করা হয়েছে। রবিবার সকালে জেলার কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নের চিতলা গ্রামের একটি ইটভাটার পাশ থেকে তার মরদেহটি উদ্ধার করেছে পুলিশ। তবে তার নামপরিচয় এখনো জানা যায়নি।
কলারোয়া থানার উপপরিদর্শক (এসআই) পিণ্টু লাল দাস জানান, সকালে চিতলা ইটভাটার পাশের চারা বটতলা থেকে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে সকাল ১০টার দিকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
নিহতের মাথায় শর্টগানের গুলির চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে অন্য জায়গা থেকে তুলে এনে খুব কাছ থেকে তাকে গুলি করে হত্যা করা হয়েছে। তার পরিচয় জানার চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।
আকাশ নিউজ ডেস্ক 
























