অাকাশ জাতীয় ডেস্ক:
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় সড়কের পাশ থেকে অজ্ঞাত পরিচয়ে (৩২) এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মান্দারতলা নামক স্থানে সড়কের পাশ থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।
কালীগঞ্জ থানার ওসি মিজানুর রহমান খান বলেন, অজ্ঞাত লাশটি গুলিবিদ্ধ অবস্থায় সড়কের পাশে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়। তবে ধারণা করা হচ্ছে, ওই যুবককে অন্য কোথাও হত্যা করে লাশ এখানে ফেলে রাখা হয়েছে।
নিহতের বুকের ডান পাশে একটি ও মাথায় দুইটি গুলির চিহ্ন পাওয়া গেছে বলেও জানান ওসি।
আকাশ নিউজ ডেস্ক 





















