অাকাশ জাতীয় ডেস্ক:
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার খালকুলা এলাকায় মোটরসাইকেল খাদে পড়ে কুষ্টিয়ার কুশলিবাসা গ্রামের জোহা (৬০) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একই উপজেলার ঢলনগর গ্রামের নজরুল ইসলাম (৪৫)। শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মোটরসাইকেলে করে দুইজন খালকুলা প্রাথমিক বিদ্যালয়ের পাশের রাস্তা দিয়ে যাওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে মোটরসাইকেলের পেছনে বসে থাকা জোহা ঘটনাস্থলেই মারা যায়। চালক গুরুতর আহত হয়।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহতকে উদ্ধার করে শৈলকুপা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 





















