অাকাশ জাতীয় ডেস্ক:
ময়মনসিংহ নগরীর পাটগুদাম ব্রিজ মোড় এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিনগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম গফরগাঁও উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।
কোতোয়ালি মডেল থানার ওসি খন্দকার সাকের আহমেদ জানান, রাতে ইব্রাহিম সিএনজি স্ট্যান্ডে যাওয়ার পথে ছিনতাইকারীরা তার কাছ থেকে মোবাইল ফোন কেড়ে নিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় ইব্রাহিম তাদের ধরে ফেললে ছিনতাইকারীরা তাকে ছুরি দিয়ে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে ইব্রাহিমের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক রিকশাচালককে আটক করা হয়েছে। তবে এখনও এ ঘটনায় থানায় মামলা হয়নি বলে জানান ওসি।
আকাশ নিউজ ডেস্ক 
























