অাকাশ জাতীয় ডেস্ক:
হবিগঞ্জে জান্নাতুল নাইম নামে এক মাদ্রাসাছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল ১০টার দিকে তার নিজ কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়।
জান্নাতুল হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের কালকারচক গ্রামের ইব্রাহিম মিয়ার মেয়ে। সে স্থানীয় একটি মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী।
জানা গেছে, প্রতিদিনের মত মঙ্গলবার রাতেও খাওয়া-দাওয়া শেষে নিজ ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে জান্নাতুল। বুধবার সকালে তার কক্ষ থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে ঝুলন্ত লাশ দেখতে পান স্বজনরা।
পরে বিষয়টি পুলিশে জানানো হয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠায়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিনুল হক জানান, হাসপাতালে পুলিশ পাঠনো হয়েছে। লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে মর্গে পাঠানো হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 





















