অাকাশ জাতীয় ডেস্ক:
হবিগঞ্জ জেলা কারাগারে আব্দুল হাকিম নামে হত্যা মামলার এক আসামি মারা গেছেন। মঙ্গলবার রাত ২টার দিকে তিনি মারা যান। নিহত হাকিম আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামের আব্দুল ওয়াদুদের ছেলে। তিনি একটি দাঙ্গা-হাঙ্গামা ও হত্যা মামলার আসামি ছিলেন।
কারাগার সূত্র জানায়, রাত ১টার দিকে আব্দুল হাকিম বমি শুরু করলে কারা কর্তৃপক্ষ তাকে সদর হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় রাত সোয়া ২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হবিগঞ্জ কারাগারের জেলার শওকত হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
আকাশ নিউজ ডেস্ক 






















