অাকাশ জাতীয় ডেস্ক:
ময়মনসিংহের ভালুকা উপজেলার সীডেস্টার বাজারে একটি ঝুটে গোডাউনে অগ্নিকাণ্ডে দুইজন আহত হয়েছেন। এ ঘটনায় ১৫ লাখ টাকার মালামাল ভস্মীভূত হয়েছে। বুধবার বিকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, একটি গোডাউন ঘর ভাড়া নিয়ে শাহিন এবং সাইফুল ইসলাম যৌথভাবে ঝুট থেকে তুলা প্রক্রিয়াজাত করতো। ঘটনার সময় তুলা ভাঙ্গানোর মেশিনে ফিতা ছিঁড়ে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। প্রথমে নিজেরা আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করে ব্যর্থ হয়ে ভালুকা ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের লোকজন প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ভালুকা ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার রাকিবুল হাসান জানান, তুলা বানানোর মেশিন থেকে আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডে দুটি তুলার মেশিনসহ ১৫ লাখ টাকা মালামাল ভস্মীভূত হয়েছে। এ ঘটনায় বিজয় (২২) ও জুথি (২১) নামে দুই শ্রমিক আহত হয়।
আকাশ নিউজ ডেস্ক 
























