অাকাশ জাতীয় ডেস্ক:
দেবিদ্বারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে দেবিদ্বার রেয়াজ উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইমরান হোসেন (২২) পৌর এলাকার ভোষনা গ্রামের দেলু মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শী জানায়, দেবিদ্বার রেয়াজ উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে রঙ্গের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন রঙ্গের শ্রমিক ইমরান। বিদ্যালয় কর্তৃপক্ষ তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দেবিদ্বার থানার ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্বজনদের অনুরোধে লাশ ময়নাতদন্ত ছাড়াই তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 
























