অাকাশ জাতীয় ডেস্ক:
ভাড়া নির্ধারণ না করে দুই বছরের জন্য বাংলাদেশের সঙ্গে ভারতের ৫টি রুটে বাস অপারেটর নিয়োগে দেওয়া টেন্ডার বিজ্ঞপ্তি কেন বেআইনি হবে না-তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার যাত্রী কল্যাণ সমিতির করা রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেছেন।
চার সপ্তাহের মধ্যে সড়ক পরিবহন ও সেতুসচিব, পররাষ্ট্রসচিব, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান, বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) চেয়ারম্যান ও ডেপুটি জেনারেল ম্যানেজারকে (অপারেশন) রুলের জবাব দিতে বলা হয়েছে।
একইসঙ্গে আন্তর্জাতিক বাস রুটে প্রটোকলের শর্ত লঙ্ঘন করে অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য বন্ধে ব্যবস্থা গ্রহণ প্রসঙ্গে সরকারের কাছে যাত্রী কল্যাণ সমিতির করা আবেদন একমাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে। হাইকোর্টের এ আদেশের অনুলিপি আজ বৃহস্পতিবার সাংবাদিকদের হাতে এসেছে। আদালতে আবেদনকারী যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এ বি এম আলতাফ হোসেন ও এ আর এম কামরুজ্জামান কাকন।
পরে মোজাম্মেল হক চৌধুরী বলেন, বাংলাদেশ থেকে ভারতের আন্তর্জাতিক বাস রুটে সরকার টু সরকার সম্পাদিত প্রটোকলের শর্ত অনুসারে ঢাকা-কোলকাতা-ঢাকা রুটে নাস্তাসহ ১১ ডলার (প্রায় ৯২০ টাকা) ভাড়া আদায়ের কথা। অথচ সরকারি পরিবহন সংস্থা বিআরটিসিসহ সকল বেসরকারি কোম্পানি ১ হাজার ৭০০ টাকা থেকে ২ হাজার টাকা হারে ভাড়া আদায় করছে। এতে এ রুটে প্রতিদিন যাতায়াতকারী প্রায় ৮ হাজার যাত্রীর স্বার্থ চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ বাস রুটটি চালুর পর ব্যাপক জনপ্রিয় হয়।
আকাশ নিউজ ডেস্ক 

























