অাকাশ জাতীয় ডেস্ক:
ভুয়া কাবিননামা তৈরির অভিযোগে এক নিকাহ রেজিস্ট্রার (কাজী) ও সরকারি হাসপাতালের একজন নার্সের বিরুদ্ধে চার্জ গঠন করেছে আদালত। সোমবার ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. জসিম উদ্দিন ওই দুজনের অব্যাহতির আবেদন নাকচ করে চার্জ গঠনের আদেশ দেন।
দুই আসামি হলেন গাইবান্ধা সদর সরকারি হাসপাতালের সিনিয়র নার্স মোসা. আফরোজা খাতুন ও বগুড়া জেলার শাহজাহানপুর থানার মাদলা ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার মো. ইয়াছিন আলী।
মামলার বাদী মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার চরবাউশিয়া গ্রামের সাঈদ হায়দার জানান, আফরোজা খাতুনকে তিনি ২০১৩ সালের ২৬ মার্চ বিয়ে করেন। পরে তাদের মধ্যে বনিবনা না হওয়ায় ২০১৫ সালের ২২ মার্চ তাকে রেজিস্ট্রি ডাকযোগে তালাক দেন। কিন্তু কাজী ইয়াসিন আলীর সঙ্গে যোগসাজশ করে আফরোজা খাতুন ২০১৫ সালের ১২ আগস্ট তাকে ১০ লাখ টাকা দেনমোহরে পুনরায় বিবাহ করেছেন মর্মে একটি কাবিননামা তৈরি করেন।
এ ঘটনায় ২০১৬ সালের ২৪ আগস্ট ঢাকা সিএমএম আদালতে জাল-জালিয়াতি ও প্রতারণার অভিযোগে মামলা করেন সাঈদ হায়দার। আদালত ওই মামলা শেরেবাংলা নগর থানাকে তদন্তের নির্দেশ দেয়। তদন্ত প্রতিবেদন দাখিলের পর গত ৩ জানুয়ারি মামলাটিতে আদালত চার্জগঠনের শুনানি গ্রহণ করে। আজ আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে তাদের বিরুদ্ধে চার্জ গঠনের আদেশ দেন।
এদিকে আফরোজা খাতুন এই কাবিননামা ব্যভহার করে সাঈদ হায়দারের বিরুদ্ধে যৌতুক আইনে একটি এবং দেনমোহর-খোরপোষের একটি মামলা করেন, যা বর্তমানে বিচারাধীন।
আকাশ নিউজ ডেস্ক 

























