ঢাকা ০৯:০০ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টাকা খেয়ে ভোট দিলে নেতা এসে রাস্তা খেয়ে ফেলবে: আখতার হোসেন সুষ্ঠু নির্বাচনে জার্মানির সহায়তা চাইলেন জামায়াত আমির জাতীয় পতাকা হাতে প্যারাস্যুট জাম্প, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশ বরেণ্য লোকসংগীতশিল্পী ও মুক্তিযুদ্ধের কণ্ঠযোদ্ধা মলয় কুমার মারা গেছেন ভবিষ্যৎ অর্থনীতির শক্ত ভিত্তি গড়ার দায়িত্ব সরকারের : আশিক মাহমুদ গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে বিএনপি : নজরুল ইসলাম খান অবিলম্বে মার্কিন নাগরিকদের ইরান ত্যাগের নির্দেশ প্রতারণা করে অর্থ আদায়, ৫১ হাজার সিমসহ ৫ চীনা নাগরিক গ্রেপ্তার সংসদে আর নৃত্যগীত হবে না, মানুষের উন্নয়নের কথা বলা হবে: সালাহউদ্দিন আলোচনার মাধ্যমে সমাধান খুঁজতে বাংলাদেশকে অনুরোধ আইসিসির, অনড় বিসিবি

জিম্বাবুয়েকে ১৭০ রানে বেঁধে ফেলল টিম বাংলাদেশ

আকাশ স্পোর্টস ডেস্ক:

সাকিব-মুস্তাফিজ-মাশরাফিদের নিয়ন্ত্রিত বোলিংয়ে বেশি দূর যেতে পারলো না জিম্বাবুয়ে। ৪৯ ওভারে ১৭০ রান সংগ্রহ করে অলআউট হয়ে গেল সফরকারীরা। জিম্বাবুয়ের পক্ষে সর্বোচ্চ ৫২ রান করেন সিকান্দার রাজা। আর বাংলাদেশের পক্ষে সাকিব আল হাসান ৩টি, মাশরাফি বিন মুর্তজা ১টি, সানজামুল ইসলাম ১টি, মোস্তাফিজুর রহমান ২টি ও মোস্তাফিজুর রহমান ২টি করে উইকেট নেন।

মিরপুরে আজ বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হয়েছে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ। উদ্বোধনী ম্যাচে টস হেরে ব্যাট করতে নামে জিম্বাবুয়ে। ইনিংসের প্রথম ওভারেই জোড়া আঘাত হানেন সাকিব আল হাসান। ওভারের দ্বিতীয় ডেলিভারিটি ওয়াইড ছিল। ওই বলে স্ট্যাম্পিং হন সলোমন মায়ার। কোনও রান না করেই ফিরে যান তিনি। তৃতীয় বলে সাব্বির রহমানের হাতে ধরা পড়েন ক্রেইগ আরভিন। তিনিও কোনও রান না করে ফিরে যান।

সাকিবের জোড়া আঘাতের পর আঘাত হানেন টাইগার দলপতি মাশরাফি বিন মুর্তজা। ইনিংসের সপ্তম ওভারে উইকেটরক্ষকের হাতে ক্যাচ বানিয়ে হ্যামিলটন মাসাকাদজাকে ফিরিয়ে দেন তিনি। ২৪ বল খেলে ১৫ রান করেন মাসাকাদজা।

ইনিংসের ১৭তম ওভারে উইকেটরক্ষকের হাতে ক্যাচ বানিয়ে ব্রেন্ডন টেইলরকে ফিরিয়ে দেন মোস্তাফিজুর রহমান। টেইলর করেন ২৪ রান। ২৬তম ওভারে সাব্বির রহমানের হাতে ক্যাচ বানিয়ে ম্যালকম ওয়ালারকে সাজঘরে ফেরান স্পিনার সানজামুল ইসলাম। ৪০তম ওভারে রান আউট হন সিকান্দার রাজা। ৪৬তম ওভারে সাকিব আল হাসানের বলে রুবেল হোসেনের হাতে ধরা পড়েন জিম্বাবুয়ে অধিনায়ক গ্রায়েম ক্রেমার। ৪৮তম ওভারে দুইটি উইকেট নেন ‍রুবেল হোসেন। ওভারের তৃতীয় বলে পিটার মুরকে ও চতুর্থ বলে টেন্ডাই সাতারাকে বোল্ড করেন তিনি। পিটার মুর করেন ৩৩ রান। এক বল খেলে শূন্য রান করেন টেন্ডাই সাতারা। ৪৯তম ওভারে মোস্তাফিজুর রহমানের বলে বোল্ড হন ব্লিজিং মুজারাবানি।

বাংলাদেশ আজ তিন পেসার নিয়ে একাদশ সাজিয়েছে। তিন পেসার হলেন মাশরাফি বিন মুর্তজা, রুবেল হোসেন ও মোস্তাফিজুর রহমান। স্পেশাল স্পিনার হিসাবে একাদশে রাখা হয়েছে সানজামুল ইসলামকে। ২০১৫ সালের আইসিসি বিশ্বকাপের পর আজ প্রথমবারের মতো ওয়ানডে ক্রিকেট খেলতে নেমেছেন ওপেনার এনামুল হক বিজয়। সৌম্য সরকারকে এই সিরিজের স্কোয়াডে রাখা হয়নি।

সংক্ষিপ্ত স্কোর

জিম্বাবুয়ে ইনিংস: ১৭০ (৪৯ ওভার)

(হ্যামিলটন মাসাকাদজা ১৫, সলোমন মায়ার ০, ক্রেইগ আরভিন ০, ব্রেন্ডন টেইলর ২৪, সিকান্দার রাজা ৫২, ম্যালকম ওয়ালার ১৩, পিটার মুর ৩৩, গ্রায়েম ক্রেমার ১২, কাইল জারভিস ৪*, টেন্ডাই সাতারা ০, ব্লিজিং মুজারাবানি ১; সাকিব আল হাসান ৩/৪৩, সানজামুল ইসলাম ২৯/১, মাশরাফি বিন ‍মুর্তজা ১/২৫, মোস্তাফিজুর রহমান ২/২৯, রুবেল হোসেন ২/২৪, নাসির হোসেন ০/১৫)।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জিম্বাবুয়েকে ১৭০ রানে বেঁধে ফেলল টিম বাংলাদেশ

আপডেট সময় ০৩:৪৬:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০১৮

আকাশ স্পোর্টস ডেস্ক:

সাকিব-মুস্তাফিজ-মাশরাফিদের নিয়ন্ত্রিত বোলিংয়ে বেশি দূর যেতে পারলো না জিম্বাবুয়ে। ৪৯ ওভারে ১৭০ রান সংগ্রহ করে অলআউট হয়ে গেল সফরকারীরা। জিম্বাবুয়ের পক্ষে সর্বোচ্চ ৫২ রান করেন সিকান্দার রাজা। আর বাংলাদেশের পক্ষে সাকিব আল হাসান ৩টি, মাশরাফি বিন মুর্তজা ১টি, সানজামুল ইসলাম ১টি, মোস্তাফিজুর রহমান ২টি ও মোস্তাফিজুর রহমান ২টি করে উইকেট নেন।

মিরপুরে আজ বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হয়েছে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ। উদ্বোধনী ম্যাচে টস হেরে ব্যাট করতে নামে জিম্বাবুয়ে। ইনিংসের প্রথম ওভারেই জোড়া আঘাত হানেন সাকিব আল হাসান। ওভারের দ্বিতীয় ডেলিভারিটি ওয়াইড ছিল। ওই বলে স্ট্যাম্পিং হন সলোমন মায়ার। কোনও রান না করেই ফিরে যান তিনি। তৃতীয় বলে সাব্বির রহমানের হাতে ধরা পড়েন ক্রেইগ আরভিন। তিনিও কোনও রান না করে ফিরে যান।

সাকিবের জোড়া আঘাতের পর আঘাত হানেন টাইগার দলপতি মাশরাফি বিন মুর্তজা। ইনিংসের সপ্তম ওভারে উইকেটরক্ষকের হাতে ক্যাচ বানিয়ে হ্যামিলটন মাসাকাদজাকে ফিরিয়ে দেন তিনি। ২৪ বল খেলে ১৫ রান করেন মাসাকাদজা।

ইনিংসের ১৭তম ওভারে উইকেটরক্ষকের হাতে ক্যাচ বানিয়ে ব্রেন্ডন টেইলরকে ফিরিয়ে দেন মোস্তাফিজুর রহমান। টেইলর করেন ২৪ রান। ২৬তম ওভারে সাব্বির রহমানের হাতে ক্যাচ বানিয়ে ম্যালকম ওয়ালারকে সাজঘরে ফেরান স্পিনার সানজামুল ইসলাম। ৪০তম ওভারে রান আউট হন সিকান্দার রাজা। ৪৬তম ওভারে সাকিব আল হাসানের বলে রুবেল হোসেনের হাতে ধরা পড়েন জিম্বাবুয়ে অধিনায়ক গ্রায়েম ক্রেমার। ৪৮তম ওভারে দুইটি উইকেট নেন ‍রুবেল হোসেন। ওভারের তৃতীয় বলে পিটার মুরকে ও চতুর্থ বলে টেন্ডাই সাতারাকে বোল্ড করেন তিনি। পিটার মুর করেন ৩৩ রান। এক বল খেলে শূন্য রান করেন টেন্ডাই সাতারা। ৪৯তম ওভারে মোস্তাফিজুর রহমানের বলে বোল্ড হন ব্লিজিং মুজারাবানি।

বাংলাদেশ আজ তিন পেসার নিয়ে একাদশ সাজিয়েছে। তিন পেসার হলেন মাশরাফি বিন মুর্তজা, রুবেল হোসেন ও মোস্তাফিজুর রহমান। স্পেশাল স্পিনার হিসাবে একাদশে রাখা হয়েছে সানজামুল ইসলামকে। ২০১৫ সালের আইসিসি বিশ্বকাপের পর আজ প্রথমবারের মতো ওয়ানডে ক্রিকেট খেলতে নেমেছেন ওপেনার এনামুল হক বিজয়। সৌম্য সরকারকে এই সিরিজের স্কোয়াডে রাখা হয়নি।

সংক্ষিপ্ত স্কোর

জিম্বাবুয়ে ইনিংস: ১৭০ (৪৯ ওভার)

(হ্যামিলটন মাসাকাদজা ১৫, সলোমন মায়ার ০, ক্রেইগ আরভিন ০, ব্রেন্ডন টেইলর ২৪, সিকান্দার রাজা ৫২, ম্যালকম ওয়ালার ১৩, পিটার মুর ৩৩, গ্রায়েম ক্রেমার ১২, কাইল জারভিস ৪*, টেন্ডাই সাতারা ০, ব্লিজিং মুজারাবানি ১; সাকিব আল হাসান ৩/৪৩, সানজামুল ইসলাম ২৯/১, মাশরাফি বিন ‍মুর্তজা ১/২৫, মোস্তাফিজুর রহমান ২/২৯, রুবেল হোসেন ২/২৪, নাসির হোসেন ০/১৫)।