অাকাশ জাতীয় ডেস্ক:
সুনামগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় রমজান আলী (৩৫) নামে এক রিকশারোহী নিহত হয়েছেন। রোববার রাতে উপজেলার কামারগাঁও সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রমজান আলী সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের মঙ্গলকাটা গ্রামের জুনাব আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সদর উপজেলার নারায়ণতলা থেকে ভাড়ায়চালিত মোটরসাইকেলটি মঙ্গলকাটা বাজারে যাচ্ছিল। পথে কামারগাঁও সড়কে দ্রুতগতির ওই মোটসাইকেলটি একটি রিকশাকে ধাক্কা দেয়। এ সময় রিকশাটি রাস্তার পাশে খাদে পড়ে গুরুতর আহত হন আরোহী রমজান আলী।
রমজান আলীকে গুরুতর অবস্থায় সুনামগঞ্জ সদর হাসপাতালে নেয়ার পথে রাতেই তার মৃত্যু হয়। সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি মো. সহিদুল্লাহ দৈনিক আকাশকে বলেন, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে মোটরসাইকেলচালকের পরিচয় জানা যায়নি।
আকাশ নিউজ ডেস্ক 
























