অাকাশ জাতীয় ডেস্ক:
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় ইভটিজিংয়ে বাধা দেয়ায় মেয়েটির ভাই সুলতান আহমেদ মিন্টুকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। রবিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মিন্টু মারা যান। নিহত সুলতান আহমেদ মিন্টু সোনারগাঁও উপজেলার ছোট সাদিপুর গ্রামের সামসুল হকের ছেলে।
এলাকাবাসী জানায়, শুক্রবার মিন্টুর মামাতো বোন ফাতেমা আক্তার মিতুকে পথে উত্যক্ত করে উপজেলার বন্দরা গ্রামের রফিকের ছেলে জাকির। এতে মিন্টু বাধা দেন। এ নিয়ে বাকবিতণ্ডার জের ধরে জাকির ক্রিকেট ব্যাট দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে মিন্টুকে। গুরুতর আহতাবস্থায় মিন্টুকে স্থানীয়রা স্থানীয় হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে দুই দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় রবিবার সকালে মারা যান মিন্টু।
ফাতেমার পরিবারের অভিযোগ এর আগে এই ইভটিজিংয়ের অভিযোগে জাকিরের বিরুদ্ধে তারা সোনারগাঁ থানায় অভিযোগ করেছিলেন। কিন্তু পুলিশ কোন ধরনের ব্যবস্থা নেয়নি। সোনারগাঁও থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) আব্দুল জব্বার জানান, অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আকাশ নিউজ ডেস্ক 
























