অাকাশ জাতীয় ডেস্ক:
সিরাজগঞ্জের বেলকুচিতে বাসের ধাক্কায় এক কলেজছাত্রী নিহত হয়েছেন। এ সময় তাদের বহনকারী ভ্যানগাড়ির আরোহী স্বামী-স্ত্রীসহ ৪ যাত্রী আহত হন। তারা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার সকালে সিরাজগঞ্জ-এনায়েতপুর আঞ্চলিক সড়কের বেলকুচি উপজেলার চালা বাসস্ট্যান্ডের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুমাইয়া চৈতি (১৮)বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ি ইউনিয়নের তামাই গ্রামের শাহিন সরকারের মেয়ে ও বেলকুচি বহুমুখী মহিলা ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী।
আহত হলেন, উপজেলার তামাই গ্রামের ওয়াদুদ মোল্লা (৫৫) ও তার স্ত্রী লাভলী খাতুন (৪০), তামাই গ্রামের দেলখোস প্রামাণিকের মেয়ে কলেজছাত্রী আঁখি খাতুন (১৯) ও একই গ্রামের রেজাউলের মেয়ে কলেজছাত্রী খাদিজা খাতুন (১৯)।
বেলকুচি থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, শনিবার সকালে শাপলা ক্লাসিক নামে একটি বাস এনায়েতপুর থেকে সিরাজগঞ্জ যাওয়ার পথে চালা বাসস্ট্যান্ড এলাকায় ভ্যানগাড়িকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সুমাইয়া চৈতি নামে এক কলেজছাত্রী মারা যান। এ সময় ৪ ভ্যানযাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে বেলকুচি ও সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 





















