অাকাশ জাতীয় ডেস্ক:
বন্দরে ট্রাকের ধাক্কায় এক ট্রাক হেলপার নিহত হয়েছেন।এ ঘটনায় কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ ট্রাকটি আটক করেন। বৃহস্পতিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বন্দরের কেওঢালা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম মোবারক (৩২)।
বন্দর থানার ওসি আবুল কালাম জানান, ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের কেওঢালা সিয়াম ফিলিং স্টেশনের সামনে একটি বেপরোয়া গতির ট্রাক সামনে থাকা অপর একটি ট্রাককে পেছনের দিক থেকে ধাক্কা দেয়। এতে ট্রাকে থাকা হেলপার মোবারক আহত হন।এলাকাবাসী মুমূর্ষু অবস্থায় মোবারককে উদ্ধার করে সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান,কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ অজ্ঞাত ট্রাকচালককে আসামি করে বন্দর থানায় মামলা করেছেন।
আকাশ নিউজ ডেস্ক 
























