অাকাশ জাতীয় ডেস্ক:
বগুড়ার শিবগঞ্জের মহাস্থানে সড়ক দুর্ঘটনায় ফাতেমা (৬০) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে ঢাকা-রংপুর মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে।
ফাতেমা মহাস্থান নামাপাড়া গ্রামের আহম্মেদ শেখের স্ত্রী। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার ভোরে মহাস্থান মাজার মসজিদে নামাজ পড়তে যাওয়ার পথে রাস্তা পারাপারের সময় বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই ফাতেমার মৃত্যু হয়।
গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশের সাব-ইন্সপেক্টর মহিউদ্দিন জানান, ফাতেমার মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল রিপোর্ট শেষে তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 
























