অাকাশ জাতীয় ডেস্ক:
ট্রাকের সাথে ধাক্কা খেয়ে মাদারীপুরের আল-জাবির হাই স্কুলের সাবেক সহকারী শিক্ষক কাজী আব্দুস সোবাহান নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাতটার দিকে শহরের শহীদ সুফিয়া পৌর প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই দুঘর্টনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, পৌর শহরের শহীদ মোহসীন সড়ক দিয়ে সকালে শারীরিক চর্চা শেষে ডিসি ব্রিজ থেকে নিজ বাড়ি হাজিরহাওলা যাচ্ছিলেন সোবাহান। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক আব্দুস সোবাহানকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে।
এ সময় বিক্ষুব্ধ জনতা ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিস গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহত কাজী আব্দুস সোবাহান আল-জাবির হাই স্কুলের সহকারী শিক্ষক ছিলেন। তার দুই মেয়ে ও স্ত্রী রয়েছে।
সদর থানার ওসি কামরুল হাসান জানান, বিক্ষুব্ধ জনতা ট্রাকে আগুন ধরিয়ে দিলে পুলিশ ও ফায়ার সার্ভিস গিয়ে পরিস্থিতি নিয়েন্ত্রণে আনে। তবে ট্রাকের কাউকে আটক করা যায়নি। নিহতের পরিবার মামলা করলে আমলে নেয়া হবে।
আকাশ নিউজ ডেস্ক 
























