অাকাশ জাতীয় ডেস্ক:
যশোরে মায়ের সঙ্গে অভিমান করে বৃষ্টি খাতুন নামে এক স্কুলছাত্রী কীটনাশক পান করে আত্মহত্যা করেছে। বুধবার নিজ বাড়িতে আত্মহত্যা করে।
নিহত বৃষ্টি খাতুন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পিরোজপুর গ্রামের আসাদুল ইসলামের মেয়ে৷ সে রোস্তমপুর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিলেন।
নিহতের পিতা জানান, স্কুল থেকে পিকনিকে যাওয়ার জন্য বুধবার বিকালে মায়ের কাছে টাকা চায় বৃষ্টি। মা ফিরোজা টাকা দিতে অস্বীকৃতি জানালে অভিমানে কীটনাশক পান করে৷ স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কোতোয়ালি থানার এসআই মাহাবুব আলম বলেন, এ মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামল হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
আকাশ নিউজ ডেস্ক 





















