অাকাশ জাতীয় ডেস্ক:
রাজশাহীর চারঘাটে পঞ্চম শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় বুধবার আরিফুল ইসলাম আরিফকে আসামি করে মামলা করেছেন ওই ছাত্রীর বাবা। জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার পশ্চিম হুজারপাড়া এলাকায় ওই ছাত্রী ধর্ষণের শিকার হয়। বুধবার সকালে স্কুলছাত্রীর বাবা বাদী চারঘাট মডেল থানায় একটি মামলা করেছেন।
মামলার বিবরণ থেকে জানা গেছে, গত মঙ্গলবার ওই ছাত্রী ধর্ষণের শিকার হয়। পরে তার চিৎকারে এলাকার লোকজন এগিয়ে আসে। মুমূর্ষু অবস্থায় মেয়েটি বাড়িতে আসে। পরিবারের লোকজন জানার পর রাতেই তাকে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এ বিষয়ে বুধবার আরিফকে আসামি করে মামলা করেন মেয়েটির বাবা।
চারঘাট মডেল থানার ওসি নিবারণ চন্দ্র বর্মণ দৈনিক আকাশকে জানান, আসামিকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।
আকাশ নিউজ ডেস্ক 





















