অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
জাপানে সম্প্রতি মার্কিন সামরিক সরঞ্জামের কারণে বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটায় দেশটির কাছে ক্ষমা চেয়েছে যুক্তরাষ্ট্র। এসব দুর্ঘটনার কারণে দেশব্যাপী মার্কিন বিরোধী ক্ষোভ তৈরি হয়েছে। টোকিওতে মন্ত্রণালয়ের এক মুখপাত্র একথা জানান।
ওকিনাওয়ায় সোমবার মার্কিন সামরিক হেলিকপ্টারের জরুরি অবতরণসহ বেশ কয়েকটি দুর্ঘটনার কারণে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস জাপানের প্রতিরক্ষামন্ত্রী ইৎসুনোরি ওনোদেরার কাছে ক্ষমা চেয়েছেন। খবর বার্তা সংস্থা এএফপি’র।
দুই দিন আগেও জাপানের দক্ষিণাঞ্চলীয় দ্বীপটিতে একই ধরণের জরুরি বিমান অবতরণের ঘটনা ঘটে। দ্বীপটিতে জাপানে মোতায়েন অর্ধেকেরও বেশি মার্কিন সেনা রয়েছে। জাপানে বর্তমানে ৪৭ হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে।
জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র মন্ত্রীর বরাত দিয়ে বলেন, ‘ম্যাটিস মাফ চেয়েছেন।’
আকাশ নিউজ ডেস্ক 






















