অাকাশ জাতীয় ডেস্ক:
সিলেটের মাধবপুরে ট্রাকচাপায় আব্দুল কাইয়ূম নামে স্বাস্থ্যকেন্দ্রের এক কর্মচারী নিহত হয়েছেন। সোমবার রাতে ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের সুরমা চা বাগানের কোম্পানিবাংলায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কাইয়ূম চুনারুঘাট উপজেলার বাঘমারা গ্রামের আব্দুল হামিদের ছেলে।
পুলিশ জানায়, সোমবার রাতে আব্দুল কাইযূম কর্মস্থল থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। সুরমা চা বাগানের কোম্পানিবাংলার কাছে পৌঁছালে একটি ট্রাক তাকে চাপা দেয়। পথচারীরা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ ট্রাকটি জব্দ করেছে।
আকাশ নিউজ ডেস্ক 





















