অাকাশ জাতীয় ডেস্ক:
কারাবন্দির এক মাস চার দিন পর জামিনে মুক্তি পেয়েছেন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও সাবেক জাতীয় ফুটবল দলের অধিনায়ক আমিনুল হক। সোমবার বেলা ১২টার দিকে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। দৈনিক আকাশকে আমিনুল নিজেই মুক্তির খবর নিশ্চিত করেছেন।
মুক্তির পর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা ফুলেল শুভেচ্ছা জানান সাবেক এই ফুটবলারকে।
গত ৫ ডিসেম্বর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দুর্নীতি মামলায় হাজিরা দিয়ে ফেরার পথে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে আমিনুলকে আটক করে পুলিশ। পরে তাকে রাজধানীর বঙ্গবাজারের সামনে পুলিশের কাজে বাধা ও অগ্নিসংযোগের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। পরে তাকে রিমান্ডে নিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করে।
আমিনুল হক ২০১০ সালে জাতীয় দল থেকে অবসর নেন। এরপর তিনি বিএনপির রাজনীতিতে জড়িয়ে পড়েন। তিনি দেশের ফুটবলের অন্যতম সেরা গোলরক্ষক ছিলেন। বর্তমানে তিনি বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক পদে আছেন।
আকাশ নিউজ ডেস্ক 

























