ঢাকা ০৭:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের শান্তিতে নির্বাচন করতে দেব না: আসিফ মাহমুদ ‘আমি রুমিন ফারহানা, আমার কোনো দল লাগে না’ গুম হওয়া পরিবারের আর্তনাদ শুনে কাঁদলেন তারেক রহমান কালি নয়, জুলাই জাতীয় সনদ ‘রক্ত ও প্রাণের বিনিময়ে’ লেখা হয়েছে : আলী রীয়াজ প্রার্থিতা প্রত্যাহার করলেন লুৎফুজ্জামান বাবরের স্ত্রী ওসমানী মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলা, চলছে কর্মবিরতি নির্বাচন ব্যর্থ হলে শুধু সরকার নয়, পুরো দেশবাসীকেই এর ভয়াবহ খেসারত দিতে হবে : দুদু আন্দোলনের সুফল একটি দলের ঘরে নেওয়ার চেষ্টা বিফলে যাবে : ডা. জাহিদ ঢাকাকে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করল রংপুর রাইডার্স খালেদা জিয়ার আদর্শই হবে আগামীর চালিকাশক্তি : খন্দকার মোশাররফ

ম্যানহাটনে ট্রাম্প টাওয়ারে আগুন, আহত দুই

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের ম্যানহাটনে অবস্থিত ‘ট্রাম্প টাওয়ারে’র ছাদে হঠাৎ করেই আগুন লেগেছে। স্থানীয় সময় সোমবার সকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন ভবনটিতে আগুন লাগে। আগুনে একজন গুরুতর আহত হলেও কারও প্রাণহানির খবর পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের সময় ট্রাম্প ভবটিতে ছিলেন না। এ সময় তিনি ওয়াশিংটনে ছিলেন বলে জানিয়েছে রয়টার্স। তার ছেলে এরিক ট্রাম্প জানিয়েছেন, বৈদ্যুতিক শট সার্কিট থেকে অগ্নিকাণ্ড হয়েছিল।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন ‘ট্রাম্প টাওয়ারে’ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম- দ্য গার্ডিয়ান তাদের এক প্রতিবেদনে জানাচ্ছে, সোমবার সকালের দিকে এই আগুন লাগে। তবে আগুন খুব একটা মারাত্মক নয় বলেই ধারণা করছে নিউইয়র্কের অগ্নিনির্বাপনকারী বাহিনী।

কয়েকটি মার্কিন সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, সোমবার স্থানীয় সময় সকাল ৭টার আগে আগে ৬৮ তলা ওই ভবনের ছাদ থেকে ধোঁয়া উড়তে দেখা যায়। নিউ ইয়র্ক ফায়ার সার্ভিস বলছে, বৈদ্যুতিক গোলযোগের কারণেই এ আগুনের সূত্রপাত হতে পারে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানিয়েছে তারা।

জানা গেছে, আগুন লাগার এক ঘণ্টার মধ্যেই ফায়ার সার্ভিসের অন্তত ৮৪ জন কর্মী সেখানে নিয়োজিত থেকে কাজ করছে। সর্বশেষ ছবিতে দেখা গেছে, তাদের কেউ কেউ বিল্ডিংটির ছাদে ওঠে আগুন নেভানোর কাজে লিপ্ত রয়েছে। এ ঘটনায় অন্তত দুইজন আহত হয়েছে, তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরও প্রথম দিকে ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ও ছোট ছেলে ব্যারন ট্রাম্প টাওয়ারের একটি ফ্ল্যাটে থাকতেন। তবে গত বছরের জুনে হোয়াইট হাউজে ওঠেন তারা। দ্য গার্ডিয়ান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের শান্তিতে নির্বাচন করতে দেব না: আসিফ মাহমুদ

ম্যানহাটনে ট্রাম্প টাওয়ারে আগুন, আহত দুই

আপডেট সময় ১০:২৩:১১ অপরাহ্ন, সোমবার, ৮ জানুয়ারী ২০১৮

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের ম্যানহাটনে অবস্থিত ‘ট্রাম্প টাওয়ারে’র ছাদে হঠাৎ করেই আগুন লেগেছে। স্থানীয় সময় সোমবার সকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন ভবনটিতে আগুন লাগে। আগুনে একজন গুরুতর আহত হলেও কারও প্রাণহানির খবর পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের সময় ট্রাম্প ভবটিতে ছিলেন না। এ সময় তিনি ওয়াশিংটনে ছিলেন বলে জানিয়েছে রয়টার্স। তার ছেলে এরিক ট্রাম্প জানিয়েছেন, বৈদ্যুতিক শট সার্কিট থেকে অগ্নিকাণ্ড হয়েছিল।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন ‘ট্রাম্প টাওয়ারে’ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম- দ্য গার্ডিয়ান তাদের এক প্রতিবেদনে জানাচ্ছে, সোমবার সকালের দিকে এই আগুন লাগে। তবে আগুন খুব একটা মারাত্মক নয় বলেই ধারণা করছে নিউইয়র্কের অগ্নিনির্বাপনকারী বাহিনী।

কয়েকটি মার্কিন সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, সোমবার স্থানীয় সময় সকাল ৭টার আগে আগে ৬৮ তলা ওই ভবনের ছাদ থেকে ধোঁয়া উড়তে দেখা যায়। নিউ ইয়র্ক ফায়ার সার্ভিস বলছে, বৈদ্যুতিক গোলযোগের কারণেই এ আগুনের সূত্রপাত হতে পারে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানিয়েছে তারা।

জানা গেছে, আগুন লাগার এক ঘণ্টার মধ্যেই ফায়ার সার্ভিসের অন্তত ৮৪ জন কর্মী সেখানে নিয়োজিত থেকে কাজ করছে। সর্বশেষ ছবিতে দেখা গেছে, তাদের কেউ কেউ বিল্ডিংটির ছাদে ওঠে আগুন নেভানোর কাজে লিপ্ত রয়েছে। এ ঘটনায় অন্তত দুইজন আহত হয়েছে, তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরও প্রথম দিকে ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ও ছোট ছেলে ব্যারন ট্রাম্প টাওয়ারের একটি ফ্ল্যাটে থাকতেন। তবে গত বছরের জুনে হোয়াইট হাউজে ওঠেন তারা। দ্য গার্ডিয়ান।