অাকাশ জাতীয় ডেস্ক:
নাটোরের বাগাতিপাড়ায় বাবার ওপরে অভিমান করে ইঁদুর মারা ট্যাবলেট খেয়ে নাছরিন আক্তার হিমা (১৮) নামের একজন আত্মহত্যা করেছে। শনিবার সন্ধ্যায় উপজেলার চিথলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও থানা সূত্র জানায়, পারিবারিক কলহের জেরে ওই গ্রামের হাফিজুর রহমানের ওপর আভিমান করে সন্ধ্যায় ইঁদুরমারা গ্যাস ট্যাবলেট খায় মেয়ে হিমা। জানতে পেরে তার স্বজনরা সন্ধ্যা সাড়ে ৮টার দিকে বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে নেয়ার পর রাতে তার মৃত্যু হয়।
এবিষয়ে বাগাতিপাড়া মডেল থানার ওমি আবদুল্লাহ আল মামুন জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য রোববার নাটোর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 
























