অাকাশ জাতীয় ডেস্ক:
জয়পুরহাট জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মোজাহার আলী প্রধান আর নেই। শুক্রবার বিকালে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও কিডনিজনিত রোগে ভুগছিলেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি দুই স্ত্রী, তিন পুত্র, দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের পরিবার সূত্রে জানা গেছে, বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি ‘গণতন্ত্র হত্যা দিবস’ পালন করে বাড়িতে ফিরে জুমার নামাজ আদায় করেন। বিকালে অসুস্থবোধ করলে তাকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নেয়া হয়। পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। শনিবার দুপুর দুইটায় জয়পুরহাট কালেক্টরেট মাঠে তার জানাজা হবে।
মোজাহার আলীর মৃত্যুতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, মহাসচিব ফখরুল ইসলাম, জেলা বিএনপির সিনিয়র সহ-সহ সভাপতি সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সাল আলীম, জেলা বিএনপির সহ-সভাপতি ফজলুর রহমানসহ অঙ্গসংগঠনের নেতারা শোক জানান। এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
উল্লেখ্য, ১৯৯৭ সালে জয়পুরহাট জেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন মোজাহার আলী। তিনি ২০০৮ সালে জয়পুরহাট-১ আসন থেকে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হন।
আকাশ নিউজ ডেস্ক 

























