অাকাশ জাতীয় ডেস্ক:
বাংলাদেশকে ২০২১ সালের মধ্যেই মধ্যম আয়ের দেশে উন্নীত করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। শুক্রবার দুপুরে চিরিরবন্দর উপজেলার পুনট্রি ইউনিয়নে আমবাড়ী সেতু নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে তিনি এ কথা বলেন।
জেলার গোবিন্দগঞ্জ-ঘোড়াঘাট-বিরামপুর-ফুলবাড়ি-দিনাজপুর সড়কের ৩ কোটি ৮৫ লাখ ৮৪ হাজার টাকা ব্যয়ে এ সেতুটি নির্মিত হচ্ছে।
মন্ত্রী বলেন, দেশের উন্নয়ন করা বর্তমান সরকারের অঙ্গীকার। আওয়ামী লীগ সরকার দেশের উন্নয়ন করে জীবনযাত্রার মান পাল্টে দিয়েছে, শুধু দেশেই নয় সারাবিশ্বে এখন আওয়ামী লীগ সরকারের সুনাম ছড়িয়ে পড়েছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার কোন বিকল্প নেই। তাই দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে কোন নৈরাজ্য করতে দেয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।
আকাশ নিউজ ডেস্ক 



















