অাকাশ জাতীয় ডেস্ক:
যশোরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের একই পরিবারের তিন আরোহীর মধ্যে সাত বছরের শিশু মুছা নিহত হয়েছে। এসময় বাবা আব্দুর সবুর ও মামা সোহান গুরুতর আহত হন। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে শহরে ঢাকা রোডের বিসিএমসি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। শিশুটির লাশ এখন যশোর জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে। আহতরাও ওই হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
নিহত মুছা সাতক্ষীরার তালা থানার আড়ংপাড়া গ্রামের আব্দুস সবুরের ছেলে ও মামা সোহান যশোর সদর উপজেলার বাহাদুরপুর গ্রামের মাসুদ রানার ওরফে তসমিরের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বিকাল সাড়ে ৪টার দিকে একটি মোটরসাইকেলে করে সবুর তার সাত বছরের ছেলে মুছা ও শ্যালক সোহানকে নিয়ে শহরের ঢাকা রোড দিয়ে মনিহার সিনেমা হলের দিকে যাচ্ছিল। বিসিএমসি কলেজের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মুছা মারা যায়। আহত সবুর ও তার শ্যালক সোহানকে হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালের চিকিৎসক হাবিবুর রহমান ভুইয়া বলেন, হাসপাতালে আনার আগেই শিশু মুছা মারা গেছে। আহতদের অবস্থা আশঙ্কাজনক তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 





















