অাকাশ জাতীয় ডেস্ক:
হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলায় ট্রাক-নছিমন সংঘর্ষে ইব্রাহিম মিয়া (১৮) নামের এক সবফজ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন নছিমন চালক নুর আলী। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার সকাল ৭টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের পুটিজুরী ইউনিয়নের বামপাতা রেস্টুরেন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম উপজেলার ভাটপাড়া গ্রামের আব্দুস শহীদের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নছিমন যোগে সবজি নিয়ে দ্বিগাম্বর বাজারে যাচ্ছিলেন ইব্রাহিম। নছিমনটি বাহুবলের বাশপাতা রেস্টুরেন্টের সামনে পৌছলে সিলেটগামী একটি ট্রাক নছিমনকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ইব্রাহিম মারা যায় ইব্রাহিম মিয়া। আহত হয় নছিমন চালক। এ ঘটনায় স্থানীয়রা এক ঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে উপজেলা চেয়ারম্যান আব্দুল হাইসহ এলাকার বিশিষ্টজনদের হস্তক্ষেপে অবরোধ তুলে নেয় স্থানীয়রা।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জসিম উদ্দিন খন্দকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আকাশ নিউজ ডেস্ক 





















