অাকাশ জাতীয় ডেস্ক:
নির্বাচনী বছরে মন্ত্রিসভার রদবদল স্বাভাবিক বলে মন্তব্য করছেন সদ্য রদবদল হয়ে বিমান মন্ত্রণালয় থেকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পাওয়া রাশেদ খান মেনন। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে আনুষ্ঠানিকভাবে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, নির্বাচনের বছরে এরকম রদবদল হয়। এটা স্বাভাবিক। ভারতের দিকে তাকালেও তাই দেখা যাবে। তাদের দেশেও নির্বাচনী বছরে মন্ত্রিসভার রদবদল হয়। নতুন সমাজকল্যাণমন্ত্রী বলেন, ‘আমাকে অনেকেই জিজ্ঞেস করছিলেন, এ রদবদলে আপনার প্রতিক্রিয়া কি? তখন আমি বলেছি, আগে আকাশে ছিলাম আর এখন মাটিতে মানুষের আরও কাছে আসলাম।’
মন্ত্রী বলেন, আমাদের সমাজে অনগ্রসর অংশকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব রাষ্ট্রের। আমাদের দায়িত্ব জনগণের জন্য কাজ করা। এ মন্ত্রণালয়ে অধিকতর সুযোগ রয়েছে মানুষের সাথে কাজ করার। এসময় সবার সহযোগিতা চান তিনি।
এ সময় সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেন, প্রধানমন্ত্রীর প্রত্যাশা অনুযায়ী এ মন্ত্রণালয়ের কাজ এগিয়ে যাবে। আমরা সবাই মন্ত্রীকে সহযোগিতা করব। তার নেতৃত্বে এগিয়ে যাব। এ মন্ত্রণালয়ের কাজ আগের চেয়েও এগিয়ে যাবে।
আকাশ নিউজ ডেস্ক 























