অাকাশ জাতীয় ডেস্ক:
মুন্সীগঞ্জ সদরের চর-আব্দুল্লাহ গ্রাম সংলগ্ন মেঘনা নদীতে বৃহস্পতিবার সকাল ৭টার দিকে বালুবাহী বাল্কহেডের সঙ্গে ধাক্কায় নৌ-পুলিশের একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় ইব্রাহিম নামে এক কনস্টেবল নিখোঁজ রয়েছে।
নৌ-পুলিশের ঢাকা জোনের অতিরিক্ত পুলিশ সুপার-২ সাইফুজ্জামান ফারুকী জানান, সকাল ৭টার দিকে মেঘনা নদীতে নৌ-পুলিশের টহলরত একটি ট্রলার বালুবাহী বাল্কহেডের ধাক্কায় ডুবে গেছে।
এতে ইব্রাহিম নামে এক কনস্টেবল নিখোঁজ রয়েছেন। তবে নৌ-পুলিশের অপর ২ সদস্য সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হন। বালুবাহী বাল্কহেডটি জব্দ করা যায়নি। সেখানে উদ্ধার তৎপরতা চলছে।
আকাশ নিউজ ডেস্ক 
























