অাকাশ জাতীয় ডেস্ক:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় নানি-নাতিকে গলাটিপে হত্যা করেছে দুর্বৃত্তরা। তারা হলেন পারভীন আক্তার (৫০) ও তার নাতি মেহেদী (৯)। এ ঘটনায় নিহত মেহেদীর বাবা নবী আবুলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে সিদ্ধিরগঞ্জ মিজমিজি কান্দারপাড় এলাকা থেকে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে। নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার সরফুদ্দিন জানান, সকালে আবুলের দেয়া খবরের ভিত্তিতে মরদেহ উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করা হয়েছে। মরদেহ দেখে ধারণা করা হচ্ছে ছয় থেকে সাতদিন আগেই নিহতদের গলাটিপে হত্যা করা হয়েছে।
সরফুদ্দিন আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জে একশ শয্যাবিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 
























