অাকাশ জাতীয় ডেস্ক:
সাতক্ষীরার কলারোয়ায় চতুর্থ শ্রেনীর স্কুল ছাত্রী ধর্ষণের ঘটনায় দায়ের মামলা হয়েছে। বুধবার ভোরে পুলিশ ধর্ষককে গ্রেফতার করেছে। এর আগে মঙ্গলবার দুপুরে উপজেলার কুশডাঙ্গা ইউনিয়নের একটি গ্রামের নির্জন মাঠে এ ঘটনাটি ঘটে। গ্রেফতার কৃত ধর্ষকের নাম আজিজুল সরদার (৬০)। সে কুশডাঙ্গা গ্রামের মৃত জিয়া উদ্দিন সরদারের ছেলে।
ধর্ষিতার মা জনান, মঙ্গলবার দুপুরে বাড়ির পার্শ্ববর্তী গাজীর মাঠে শিশুটি সরিষার ফুল তুলতে যায়। এ সময় আজিজুল সরদার তাকে কৌশলে আলু ক্ষেতে ডেকে নিয়ে জোর পূর্বক ধর্ষন করে। শিশুটির আত্মচিৎকারে মাঠে কর্মরত পারিকুপি গ্রামের আনছার আলী, আনেছা খাতুন, ফরিদা খাতুন ছুটে এসে তাকে উদ্ধার করে। পরে তাকে (শিশুটির মাকে) জানায়। এ ঘটনা শুনে মেয়েকে সঙ্গে নিয়ে মঙ্গলবার রাতেই কলরোয়া থানায় নিয়ে আসা হয় এবং আজিজুল সরদারকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করা হয়।
উপজেলার খোরদো পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই হাসানুজ্জামান জানান, মামলা রেকর্ড হওয়ার পর অভিযান চালিয়ে বুধবার ভোরে আসামীকে তার বাড়ি থেকেগ্রেফতার করা হয়। কলারোয়া থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, নির্যাতনের শিকার শিশুটির ডাক্তারী পরীক্ষার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 
























